গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে নিহত ১, গ্রেপ্তার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০১ PM, ১৪ জানুয়ারী ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা দুদু ফকির (৫৫)। এ ঘটনায় মামলা দায়েরের পর মুল অভিযুক্ত মহিমাগঞ্জ ইউনিয়নে জগদীশপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আঃ রাজ্জাককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, কুমড়াডাঙ্গা গ্রামের দুদু ফকিরের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আঃ রাজ্জাকের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই একপর্যায়ে গত মঙ্গলবার দুদু ফকির বিরোধপূর্ণ জমিতে আইল কাটতে যান। এসময় প্রতিপক্ষ রাজ্জাক দুদু ফকিরকে আইল কাটতে বাঁধা দেয়। এতে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাক দুদু ফকিরকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। এতে দুদু ফকির মাটিতে লুটিয়ে পড়েন। গুরুত আহত দুদু ফকিরকে উদ্ধার করে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে দুদু ফকির মারা যান। এ ঘটনায় দুদু ফকিরের ছেলে ৭জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মুল অভিযুক্ত আঃ রাজ্জাককে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় ৭জনের নামে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মুল আসামী আঃ রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন :