গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এন্তাজুর রহমানের ইন্তেকাল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১০ PM, ১০ জানুয়ারী ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এন্তাজুর রহমান অসুস্থজনিত কারণে সোমবার রাত ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি… রাজিউন)।

তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের বাসিন্দা ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক শাহ মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আবু সাইদ তালুকদারসহ সদস্য সাবু প্রধান, মোস্তাফিজুর রহমান, মোরশেদ রতন, রাকিবুজ্জামান, রায়হান চৌধুরী, সুমন সরকার, ওয়াহেদুন্নবী, জিয়াউর রহমান, রুহুল আমিন রতন ও কাজি সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন :