আদিবাসী নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে ২০টি সেলাই মেসিন,৮০টি শুকুর ও ৪০০টি মুরগি প্রদান
ডিবিসি প্রতিবেদক;
ইউএনডিপি-হিউম্যান রাইটস্ এন্ড জাস্টিস প্রোগ্রাম ও সুইজারল্যান্ড দুতাবাসের সহযোগিতায় COVID-19 livelihood recovery
প্রজেক্ট এর আওতায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় ২০০ জন আদিবাসী নারীকে সব্জী চাষের বীজ, নেট সাপোর্ট, ২০ জন আদিবাসী নারীকে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, ৪০ জন আদিবাসী নারীকে ২টি করে মোট ৮০টি শুকর, ৪০ জন আদিবাসী নারীকে ১০টি করে মোট ৪০০ মুরগি প্রদান করা হয়।

