ঘোড়াঘাটে চার ইউপিতে ২৯ চেয়ারম্যান প্রার্থী
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এসব ইউপি হলো ১নং বুলাকীপুর, ২নং পালশা, ৩নং সিংড়া এবং ৪নং ঘোড়াঘাট।
গতকাল ৩ জানুয়ারী ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত চারটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে ৪ জন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী। বাকি গুলো আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পদে থাকা স্বতন্ত্র প্রার্থী।
এছাড়াও এই চার ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে মোট ১৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
তারমধ্যে বুলাকীপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন, পালশা ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সিংড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং ঘোড়াঘাট ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী।
পালশা, সিংড়া ও ঘোড়াঘাট ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক এবং বুলাকীপুর ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।
রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়ছে। আগামী ৬ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই করা হবে এবং ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

