গাইবান্ধায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি;
জাতি-বর্ণ ও পেশার ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারনের সংস্কৃতি থেকে বেরিয়ে আহবান জানিয়ে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে রোববার (০৫ ডিসেম্বর) ২০২১ গাইবান্ধা ডি.বি. রোডে জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
জনউদ্যোগের সদস্য অঞ্জলী রানী দেবীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবতী, বাংলাদেশ রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, দলিত নেত্রী শেফালী রানী, যুব ফোরামের সদস্য প্রিয়া রানী, সুবল রবিদাস, কৃষ্ণ কর্মকার, জীবন রবিদাস ও সুজন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের দলিত স¤প্রদায় জাতপাত অস্পৃশ্যতার কারণে সবচেয়ে পশ্চাৎদ জনগোষ্ঠী হিসেবে পরিচিত। ৬৫ লক্ষাধিক দলিত জাত পাতের কারণে শত শত বছর ধরে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষিত নিপীড়ণের শিকার।
এসডিজি’র বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীকে নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এনে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দলিতদের শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী চাকুরি দিতে হবে, সরকারি ও বেসরকারি যেকোনো চাকরিতে প্রবেশের ক্ষেত্রে দলিতদের প্রতি জাত-পাত ভিত্তিক বৈষম্য বন্ধ করতে হবে।
বৈষম্য অবসান ঘটাতে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন করতে হবে। দলিতদের জন্য কারিগরী প্রশিক্ষনের সুযোগ বাাড়িয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

