গোবিন্দগঞ্জে সংরক্ষিত আসনে টপি বেগম  দোয়া ও সমর্থন প্রত্যাশী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৪ AM, ০৫ ডিসেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের গ্রামগঞ্জে হাট-বাজারে শুরু হয়েছে নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারনা। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বসে নেই সম্ভাব্য সংরক্ষিত মহিলা পদপ্রার্থীরাও। চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের আনাচে-কানাচে ভোটাদের দ্বারে দ্বারে। উপজেলায় ১৭টি ইউনিয়নেই নির্বাচনী চলছে নির্বানী আমেজ।

আসছে আগামী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন প্রত্যাশী সম্ভাব্য ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ৮ নং ওয়ার্ডের বাসিন্দা রামপুর আজিজার রহমানের স্ত্রী টপি বেগম।

তিনি সাপমারা ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ড বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৭.৮.৯.নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৭.৮.৯নং ওয়ার্ডের) রামপুর, বকামারপাড়া, কাটামোড় ,ফাঁসিতলা, জীবনপুর, পন্ডিতপুর, সারাই সহ প্রতিটি গ্রামের মোড়ে চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে, পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।

এরই প্রেক্ষিতে ৪ নভেম্বর শনিবার সকালে তার নিজ গ্রাম রামপুর গ্রামে কর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময় ও  গণসংযোগ করেন। এ সময় তিনি ইউনিয়নের সকালের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :