পলাশবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী সেলিমের উঠান বৈঠক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৪ PM, ২৪ নভেম্বর ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন নির্বাচনে মোটরসাইকেল মার্কার জয় নিশ্চিত করতে গণসংযোগ ও নির্বাচনী সভা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী কাজী নজরুল ইসলাম সেলিম।

এ উপলক্ষে ২৪ নভেম্বর সন্ধ্যায় হাঁসবাড়ী হাইস্কুল মাঠে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুল কাশেম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বেলাল শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালিম সরদার, আহসান হাবিব ও আবুল কালাম প্রমূখ।

বর্তমান চেয়ারম্যানের সময়কালের নানা ধরনের দূর্নীতির চিত্র তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা সহ সকল প্রকার ভাতা, ভিজিডির কার্ড প্রদান, বিধবা না হয়েও বিধবা ভাতা প্রদানে সুবিধাভোগীর কাছ থেকে ব্যাপক অর্থ হাতিয়ে নিয়েছে চেয়ারম্যান।

এমনকি কোন দরপত্র ছাড়াই সরকারী ভ্যাট ফাঁকি দিয়ে ইউনিয়ন পরিষদের রাস্তার দুই পাশের প্রায় ৭০ লাখ টাকার প্রায় ১৮’শ গাছ কর্তন করে সমস্ত টাকা আত্মসাত ও ওয়ার্ড সমন্বয়ের নামে ভোট বন্ধের অপচেষ্টার কথাও উল্লেখ করেছেন তিনি।

এসময় বক্তব্য রাখেন, মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী কাজী নজরুল ইসলাম সেলিম। তিনি ২৮ তারিখ ইউনিয়নবাসীর নিকট মোটরসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী সভাটি সঞ্চালনা করেন সোহেল রানা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ৩ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী পলাশবাড়ী উপজেলা ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :