গোবিন্দগঞ্জ উপজেলা চেয়াম্যানের পূজা মণ্ডপ পরিদর্শন; ব্যক্তিগত তহবিল থেকে ১০টি মন্দিরে অনুদান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের নবজাগরণ সম্প্রতি সংঘ সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
রোববার (২৫ অক্টোবর) পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ব্যক্তিগত তহবিল থেকে মহিমাগঞ্জ ইউনিয়নের ১০টি দূর্গা মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির রঞ্জু, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আকন্দ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি আব্দুল ওয়াহেদ বিএসসি, সহসভাপতি শাহআলম সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এলিন, এমপি মহোদয়ের পিএ খায়রুল আলম, ইউপি সদস্য তাজুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের ভাঃ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন সর্দার, যুগ্ম আহবায়ক রাজু সরকার ও মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ অন্যান্য অতি্থি বৃন্দ।

