প্রচার প্রচারণায় শীর্ষে ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী তারিক রিফাত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্ধারণ করে থাকি। নির্বাচন আসলেই আমরা প্রার্থীদের নানা দিক নিয়ে আলোচনা- সমালোচনা করি। নির্বাচন আসলেই একজন প্রার্থীর অতীত খুব স্পষ্ট হয়ে ওঠে জনসাধারণের মাঝে। প্রার্থীরাও নিজেদেরকে স্বচ্ছ, সৎ, জনদরদী আর উন্নয়নকামী হিসেবে নিজেদের জনগণের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এমনি ক্লিন ইমেজের ব্যক্তি, গরীব- অসহায় মানুষের আশ্রয়স্থল, তরুণদের অনুপ্রেরণাকারী, যুবাদের ভরসাস্থল এবং বৃদ্ধদের কাছে সততার উজ্জ্বল প্রতিচ্ছবির নাম তারিক রিফাত।
রাজাহার ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে এমন কি গ্রামের চায়ের দোকানে বসলেই গরম চায়ের ধোঁয়ার সাথে রাজাহার ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীদের স্বভাব চরিত্র, আচার-আচরণের ধোঁয়া উঠে। গ্রাম থেকে পাড়া, ভোটার নারী কিংবা পুরুষ, বৃদ্ধ অথবা যুবক সবাই চায় একজন সৎ, যোগ্য, নির্ভীক সমাজসেবক, ব্যক্তিই হোক তাদের পরপর্তী ইউনিয়ন অভিভাবক। বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর তুলনায় অনেক এগিয়ে আছেন রাজাহারের কৃতিসন্তান, যুব সংগঠক তারিক রিফাত।
মানুষের মুখে মুখে এখন এই যুব সংগঠক, স্বচ্ছ, ক্লিন ইমেজের ব্যক্তি তারিক রিফাতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে, মহান মুক্তিযুদ্ধের সংগঠন, ৪ নং রাজাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু তাহেরের সুযোগ্য পুত্র চেয়ারম্যান প্রার্থী তারিক রিফাত। বাবার আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুকে ভালবেসে ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। যুবলীগের রাজনীতিতে পূর্ণতা লাভ করে এবং মূলধারার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজাহার ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে নৌকার নমিনীর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করেন। সে সময় হাজার হাজার সাধারণ মানুষ তার জন্য মানববন্ধন করেন। তিনি তখন সবাইকে সান্তনা দেন, পাশে থাকার অঙ্গিকার করেন এবং সবসময় জনগণের সেবক হয়ে পাশেই ছিলেন।
উপজেলার ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারিক রিফাত যখন আবার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন, তখন ইউনিয়নের আপামর জনসাধারণের মাঝে খুশির বন্যা বয়ে যায়। প্রতিদিন শত শত কর্মী তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে প্রতিটা গ্রাম, পাড়া, মহল্লায় দোয়া ও ভোট চাইতে গেলে মানুষ সাদরে গ্রহণ করে এবং তারিক রিফাতকে কাছে পেয়ে চেয়ারম্যান নির্বাচিত করার অঙ্গিকারবদ্ধ হোন।
এ সময় তারিক রিফাত বলেন, তার বাবার স্বপ্ন নিজের মাঝে লালন করে রাজাহার ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশা করেন। রাজাহার ইউনিয়নের সফল মাঝি হয়ে শক্তহাতে নৌকার হাল ধরে ইউনিয়নকে উন্নয়নে মহাসাগরে এগিয়ে নিতে চান। জনসাধারণের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন তারিক রিফাত।
নির্বাচিত হতে পারলে বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবাভাতা, মা ও শিশুভাতা, কাবিটা, কাবিখার সুষম বণ্টন নিশ্চিত করবেন বলে জানান তিনি। ইউনিয়নে যেকোন কাজ হবে বিনামূল্যে ও জনকল্যাণমুখী। কোথাও কোন দূর্নীতির চিহ্ন থাকবেনা। মাদকমুক্ত ক্রীড়াবান্ধব একটি ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন হাজার হাজার বেকার যুবকদের প্রশিক্ষণের আয়তায় এনে উদ্যোক্তা গড়ার কারিগর যুব সংগঠক তারিক রিফাত।

