সাঁওতাল হত্যা দিবস; গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলার পাঁচ বছর 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০১ AM, ০৬ নভেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতাল বসতি উচ্ছেদ ও হত্যাকা-ের পাঁচ বছর পূর্ণ হলো আজ। এই দিনকে ‘সাঁওতাল হত্যা দিবস’ হিসেবে পালন করছে ভুক্তভোগীরাসহ বেশ কয়েকটি সংগঠন। ওই হত্যাকা-ের পাঁচ বছর পর সম্প্রতি রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন আদিবাসী সাঁওতালরা। ওই জমি তাঁদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি দাবি করে সাঁওতালরা বলছেন, ইপিজেড হলে তাঁরা জমি থেকে উচ্ছেদ হবেন। জীবিকা হারিয়ে পথে বসবেন। শুক্রবার (০৫ নভেম্বর) সকালে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে তিন সাঁওতালকে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনের বিচার-ক্ষতিপুরণ ও বাপ-দাদার জমিতে পূর্ণ অধিকারসহ সাত দফা দাবিতে আজ সমাবেশ, শোকর‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে আদিবাসী সাঁওতালরা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে সাঁওতালপল্লীর জয়পুর মাদারপুরে বসতি উচ্ছেদের জায়গায় স্থাপিত অস্থায়ী শহীদবেদিতে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শ্রদ্ধা নিবেদন। পরে দাবিদাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও কালো পতাকা বহন করে সাঁওতাল-বাঙালিদের শোকর‌্যালি এবং কাটামোড় বাগদাফার্ম এলাকায় সমাবেশ। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করছে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, এএলআরডি, কাপেং ফাউ-েশন, সিডিএ দিনাজপুর ও জনউদ্যোগ গাইবান্ধা। আয়োজিত সমাবেশে বিভিন্ন আদিবাসী-বাঙালী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু , জনউদ্যোগ গাইবান্ধার আহবায়ক জহুরুল কাইয়ুম, সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী,বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক হরেন্দ্র নাথ সিং, প্রাণ বৈচিত্র্য গবেষক পাভেল পার্থ, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য খোকন সুইটেন মুরমু প্রমুখ।

আপনার মতামত লিখুন :