গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় মাকে নির্মমভাবে পিঠিয়ে হত্যা মামলায় জিয়াউল হক (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুুপুরে দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। আসামি জিয়াউল হক গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন বিকেলে জিয়াউল হক তার আপন ছোটভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। এ সময় ছোট ভাই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জিয়াউল হক তার ছোটভাইকে মারধর করতে থাকে। এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম ছোট ছেলেকে মারতে বাঁধা দিলে জিয়াউল হক উত্তেজিত হয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাকে আঘাত করেন। এতে মাঠিতে লুটিয়ে পড়েন মা জোহুরা বেগম। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান জোহুরা বেগম।
এ ঘটনার পরদিন জিয়াউল হকের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যামামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন। রায়ের পর পুলিশ জিয়াউল খন্দকারকে জেলা কারাগারে নিয়ে যায়।
এই মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স।
তিনি বলেন, এ রায়ে ন্যায়বিচার পেয়েছি। আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস।

