গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সহিংসতা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও নির্যাতনের বিরুদ্ধে এবং সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ শাখার আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও কঠোর নজরদারির মধ্যেই সম্প্রতি ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্নস্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (২৩ অক্টোম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ শাখার আয়োজনে সম্প্রীতি রক্ষায় বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন।
বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি তনয় কুমার দেব- এর সভাপতিত্বে ও প্রভাষক দীপক কুমার কর- এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, জেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বক্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, জেএসডির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আজগর আরজ ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন প্রমূখ।
এর আগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন দাবি জানান তারা।

