গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর সহ লুটপাটের অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর সহ লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ব্যবসায়ী শাহীন শেখ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের চকগোবিন্দ (চাষকপাড়া) গ্রামের মুনছুর আলীর ছেলে শাহীন শেখ মৎস আড়ৎ সংলগ্নস্থানে দীর্ঘদিন ধরে মুদিখানা সহ চা, পান ও সিগারেটের ব্যবসা করে আসছিল। এরইমধ্যে পুনতাইর (নামাচরপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবদুল আউয়াল সহ কয়েকজন লোক শাহীনের দোকান উচ্ছেদের পায়তারা করতে থাকে। এনিয়ে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল আউয়াল।
এরই একপর্যায়ে বৃহস্পতিবার বিকেল অনুমান সাড়ে তিনটার দিকে আউয়াল সহ কয়েকজন ব্যক্তি শাহীন শেখের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর সহ লুটপাট করে। এসময় শাহীনের দোকানে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

