ঘোড়াঘাটে ফেন্সিডিল সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৪ AM, ২০ অক্টোবর ২০২১

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে ৮ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার ঘাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলো, ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়া গ্রামের ছারমান আলীর ছেলে লাবু মিয়া (৩৫) এবং ঘাটপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মুক্তার হোসেন (৩৯)। এর মধ্যে লাবু মিয়া বগুড়া জেলার একটি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তারা জানতে পারেন ঘাটপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার তার বাড়িতে আরেক ব্যবসায়ীর কাছে থেকে মাদক ক্রয় করছে। পরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাখিমুজ্জামান রানা ফোর্স সহ সেখানে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করলে লাবুর কাছে থেকে ৫ বোতল এবং মুক্তারের কাছে থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশীদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা) বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদেরকে বুধবার (২০ অক্টোবর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধেই ঘোড়াঘাট সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তারা মাদকের ব্যবসা করে আসছিল।

আপনার মতামত লিখুন :