গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকা পণ্যের দুটি দোকান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০২ PM, ১৯ অক্টোবর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি কাপড়ের দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কামদিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুরের ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশে আরেকটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কাপড়ের দুটি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্রী রমেশ চন্দ্র সরকার বলেন, পার্শ্ববর্তী রানীগঞ্জ বাজারে সোমবার গরু কিনতে যাই। কিন্তু গরু পছন্দ না হওয়া ফেরত আসি। দোকানে গরু ক্রয়ের আড়াই লাখ টাকা রেখেছিলাম। সকালে লোকজন দোকানে আগুন লাগা দেখে ফোন করে আমাকে জানায়। এসে দেখি আগুনে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

রমেশ চন্দ্র ব্যবসায়ীর পাশাপাশি কামদিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সেক্রেটারী দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে দোকানের পিছন থেকে আগুন ধরিয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী মো. বিপ্লব বলেন, সকালে দোকানে আগুন দেখে স্থানীয় লোকজন আমাকে ফোন করে। ফোনে না পেয়ে তারা আমাকে সিএনজি যোগে বাড়ী থেকে নিয়ে আসে। দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। কিছু মালামাল স্থানীয়রা উদ্ধার করেছে। এই মুহুর্তে ক্ষতির পরিমাণ সঠিক বলতে পারছি না।

এ ব্যাপারে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রেপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না। এখানে তদন্তের ব্যাপার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ও থানার ওসি একেএম মেহেদী হাসান সহ অন্যরা। এসময় এমপি ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :