আবারও জুটি বাঁধছেন যশ-নুসরাত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১১ PM, ১৯ অক্টোবর ২০২১

Spread the love

বিনোদন প্রতিবেদক;

দুজনে প্রকাশ্যে কিছু না বললেও তারা এখন শুধু প্রেমিক-প্রেমিকা নন, স্বামী-স্ত্রীও বটে সেই আলোচনা রয়েছেই। বলছি কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের কথা।

আবারও তারা বড় পর্দায় জুটি বেঁধে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে অত্যন্ত কাছাকাছি আসার পর এটি দুজনের একসঙ্গে প্রথম কাজ হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগেও দুজনে কাজ করেছেন এমন এক প্রযোজকই ছবিটি নির্মাণ করবেন। এ নিয়ে নাকি পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে কথা এগিয়েছে।’

যশ অবশ্য বলছিলেন, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। প্রথামিক পর্বের আলোচনা শুরু হয়েছে।’

এর আগে যশ-নুসরাত একসঙ্গে ‘ওয়ান’ ছবিটি করেছিলেন। তারপর ‘এসওএস কলকাতা’ ছবিতে একসঙ্গে কাজ করেন। ওই ছবির পরিচালক ছিলেন অংশুমান প্রত্যুষ। একই ছবিতে কাজ করেছিলেন মিমি চক্রবর্তীও।’

টালিপাডের সবাই জানেন, ‘এসওএস কলকাতা’ ছবির শুটিং শুরুর সময় যশ-নুসরাতের যে বন্ধুত্ব ছিল এমন নয়। মাঝে-মাঝে মজার ছলে পরিচালকের কাছে একে অন্যের সম্পর্কে নালিশ করতেন তারা।

শেষ পর্যন্ত জীবনের চিত্রনাট্য কিছুটা অন্যভাবেই লেখা ছিল। সে কারণে খুব অল্প সময়েই একে-অন্যের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন যশ-নুসরাত।’

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে ছেলে সন্তানের জন্ম দেন নুসরাত। যশের সঙ্গে জুটি বেঁধে তার বড় পর্দায় ফেরার দিকে সবার বাড়তি আগ্রহ থাকবে তা বলার অপেক্ষা রাখে না।’

আপনার মতামত লিখুন :