গাইবান্ধায় মিথ্যা মামলা; বাদীকে ক্ষতি পূরণের আদেশ আদালতের
গাইবান্ধায় মিথ্যা ও বিরক্তিকর মামলা করায় ক্ষতিপূরণ হিসেবে বাদীকে ২০ হাজার টাকা প্রদানের আদেশ দিয়েছেন আদালত। বাদীর করা মামলা খারিজ করে ক্ষতিপূরণের অর্থ বিবাদীকে প্রদানের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. জুনাইদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২১৯/০৫ নম্বর অন্য প্রকার মামলায় বাদী মো. নেছাব উদ্দিনকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিবাদী নছিম উদ্দিনকে প্রদানের নির্দেশ দেন আদালত। বাদী ক্ষতিপূরণের অর্থ স্বেচ্ছায় বিবাদীকে প্রদান না করলে আদালতের মাধ্যমে আদায় করে নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আরও জানা যায়, বাদীর কৃষক পিতা নিজ ও প্রাপ্তবয়স্ক সন্তানদের আয়ে ১৯৭০ সালে কিছু জমি ক্রয় করেন। কিন্তু পিতার বড় ছেলে বাদী মো. নেছাব উদ্দিন বাবা ও ভাইবোনদের ঠকাতে নিজের নামে সম্পত্তি কবলা করে নেন। পরবর্তীতে এই প্রতারণার বিষয়টি ফাঁস হলে নেছাব উদ্দিন সবার চাপের মুখে ১৯৭০ সালে সম্পত্তি তার পিতার বরাবর কবলা দলিলমূলে ফিরিয়ে দেন। এরপর নেছাব উদ্দিন তার পিতার মৃত্যুর পর সম্পত্তির বাটোয়ারাসহ ১৯৭০ সালের দলিল বাতিলের মামলা করেন। ১৯৭০ সালের দলিল বহাল রেখে ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টনের আদেশ দেন আদালত। পরে এই মামলার রায়ের বিষয় গোপন রেখে বাদী নেছাব উদ্দিন আবারো দলিল বাতিলের মামলা করায় আজ বৃহস্পতিবার বিকেলে এই মামলা খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত।
সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই আদেশের সত্যতা স্বীকার করে বলেন, মিথ্যা মামলায় এভাবে আদালত ক্ষতিপূরণের আদেশ দিলে কেউ মিথ্যা মামলা করার সাহস পাবেনা। অন্যদিকে, মিথ্যা মামলা করে বিবাদীর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভবনা থাকায় বিবাদীর কিছুটা আর্থিক ক্ষতি লাঘব হবে।

