গোবিন্দগঞ্জে পাঁচটি গাঁজা গাছ সহ দুই ভাই আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচটি গাঁজার গাছ সহ দুই সহোদয় ভাইকে আটক করেছে পুলিশ। উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রাম থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সহোদয় ওই গ্রামের আহমদ আলীর ছেলে শাহজাহান ও সাদ্দাম।
পুলিশের বরাতে জানা যায়, শাহজাহান ও সাদ্দাম তাদের বাড়ির পিছনে টিন দিয়ে ঘেরা বাগানের মধ্যে গাঁজার গাছ চাষ করে আসছিল। সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁর বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে। এসময় বাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে সহোদয় দুই ভাইকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান গাঁজার গাছ সহ সহোদয় দুই ভাইকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

