ঘোড়াঘাটে মাদক বিরোধী আলোচনা সভা 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৮ PM, ১২ সেপ্টেম্বর ২০২১

Spread the love

মোঃ লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আজাদমোড়ে ঘোড়াঘাট পৌরসভার ৫ ও ৬নং বিট পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান ও খোকন চাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল।

সভায় ঘোড়াঘাট পৌর এলাকা থেকে মাদক নির্মূলে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করে এবং উপস্থিত সকলে এ কাজে পুলিশকে সার্বিক ভাবে সহযোগীতা করবে বলে আশ্বস্থ করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মমিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম, ২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী শ্যাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :