পলাশবাড়ীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিবহনকরা কালে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, জেলা জুড়ে মাদকের জিরোটলারেন্স নীতি বাস্তবায়নে পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ২৮ আগস্ট শনিবার সকাল পৌনে ১১টার দিকে যাত্রীবাহী বাস চেকিং করে এক কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
সাহাবুদ্দিন (৫০) নাটোর জেলার সদর উপজেলার কানাইখালি গ্রামের মৃত আঃ মমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

