গোবিন্দগঞ্জে বজ্রপাতে গরুসহ এক নারীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ রওশনআরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা অনুমান দেড়টার দিকে পৌরশহরের খলসি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওশনআরা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রওশনআরা বেগম বাড়ির পাশে জমিতে বেধে রাখা গরু আনতে যান। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গরুসহ রওশনআরা বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়, কাউন্সিলর মো. রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

