কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৮ PM, ২৬ অগাস্ট ২০২১

Spread the love

কুড়িগ্রাম প্রতিনিধি;

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার নেওয়াশী গোবর্দ্ধনকুটি মোল্লাপাড়া গ্রামের শহিদুল ইসলাম তালুকদার শাহীন (৪৫) ও পিকআপভ্যান চালক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিগ্রামের সাইফুল ইসলামের ছেলে আঙ্গুর ইসলাম (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নিমাইয়ের পাট কালীমন্দির এলাকায় সন্দেহজনক একটি পিকআপভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির কেবিনে পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল জানান, গ্রেপ্তার দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :