গোবিন্দগঞ্জের মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫২ PM, ১৭ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পারভেজ (৩৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) দিলীপ কুমার ভৌমিকের বিচারীক আদালতে এ রায় ঘোষণা করা হয়। এই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পারভেজ বগুড়া জেলার সদর থানার ধর্মপুর গ্রামের শামীম আলমের ছেলে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর র‌্যাব- ১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে অভিযান পরিচালনা করে। সেসময় গোবিন্দগঞ্জ হতে হিলিগামী সাম্য রাজা-১ নামের বাসে অভিযান চালিয়ে বাস সুপারভাইজার পারভেজকে তল্লাশি করে একটি টিস্যু ব্যাগ হতে ৪৫০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। এসময় বাসে থাকা আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকেও আটক করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুদু মিয়া ও সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের ডিএডি জাহিদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ আগস্ট) দীর্ঘ শুনানি ও ১৫ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত রায় প্রদান করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় পারভেজকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়। অপর তিন আসামীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাশ দেন আদালত।

রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর এ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স এই তথ্য নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :