গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওয়ার্কার্স পার্টির পুুষ্পস্তবক অর্পণ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০২ PM, ১৫ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি;

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।

১৫ই আগষ্ট রোববার সকাল ১১টায় পার্টি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করে শোক মিছিল বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শ্রদ্ধা নিবেদন, ০১মিঃ নিরবতা পালন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি এম এ মতিন মোল্লা। এতে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক সমিতির সিনিয়র সহসভাপতি মমতাজ প্রধান, সহ সভাপতি ডাঃ মোজাফ্ফর হোসেন, কৃষকনেতা লুৎফর রহমান.জহুরুল ইসলাম, আজাদুল ইসলাম.রিপন খন্দকার, সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুব মৈত্রী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুব নেতা রেজাউল করিম, আঃ মজিদ পাটোয়ারী, জাতীয় শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ও শ্রমিক নেতা খলিলুর রহমান প্রমুখ।

সভাটি সঞ্চালন করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

 

আপনার মতামত লিখুন :