গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে পেশাদার ডাকাত গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিন (৪৮) নামে এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রাজাবিরাট-কামদিয়া সড়কের কামদিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন জয়পুরহাটের কালাই থানার কৃষ্টপুর গ্রামের বাসিন্দা হায়দার আলীর ছেলে।
জানা গেছে, বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে কামদিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামন থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ধৃত আলাউদ্দিনের বিরুদ্ধে বগুড়া, রংপুর ও জয়পুরহাট থানায় মামলা রয়েছে।

