গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৩ PM, ১৪ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এর আগে মাদারপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে সাঁওতালদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সহ কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু, সদস্য ময়নুল হক ও অলিভিয়া হেমব্রম প্রমুখ।

বক্তারা বলেন, সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছেনা। আসামীরা বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি ধুমকি প্রদর্শন করে আসছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। আর আলোচিত তিন সাঁওতাল হত্যাকাণ্ডের প্রায় ৬ বছর অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে না। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা। তাছাড়া আইনানুগ ভাবেবন্টনের মাধ্যমে বাপ-দাদার জমি ফেরতের দাবী জানান তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে আখ কাটতে যান। এসময় সাঁওতালরা তাদের বাপ-দাদার জমি দাবী করে বাধা দেন। এতে চিনিকল শ্রমিক, পুলিশ ও সাঁওতালদের ত্রিমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডী ও রমেশ টুডু নামে তিন সাঁওতালা মারা যান।

আপনার মতামত লিখুন :