ঘোড়াঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ AM, ১৪ অগাস্ট ২০২১

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

মাদক, সন্ত্রাস, যৌতুক ও বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা বৃদ্ধি করতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে পৌর এলাকার কেসি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক দুরত্ব মেনে এ সভার আয়োজন করে ঘোড়াঘাট থানা পুলিশের পৌরসভা বিট।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, কেসি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবাহান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহাত আহম্মেদ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল প্রমুখ। সভায় প্রায় অর্ধশতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :