গোবিন্দগঞ্জে রোগিকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক প্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসা রোগিকে ধর্ষণচেষ্টার অভিযোগে চিকিৎসক সাহারুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চিকিৎসক উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাছেন আলীর ছেলে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালুয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা হাতে-নাতে আটক করে ওই চিকিৎসককে পুলিশে সোপর্দ করে। পরে ভূক্তভোগী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অসুস্থ গৃহবধূ চিকিৎসা নিতে উপজেলার বালুয়া বাজারে কথিত চিকিৎসক সাহারুল ইসলামের চেম্বারের আসে। এসময় বৃষ্টিপাতের কারণে ওই রোগীকে সেখানে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। বৃষ্টির সময় একা পেয়ে কৌশলে চিকিৎসক তার চেম্বারের সাটার বন্ধ করে ওই রোগীকে ধর্ষণেরচেষ্টা চালায়। এরই মধ্যে বৃষ্টি থেমে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিকিৎসককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাহারুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

