আন্তর্জাতিক আদিবাসী দিবসে গোবিন্দগঞ্জে মানববন্ধন-র্যালী অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
কাউকে পেছনে ফেলে নয় : আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ জুলাই) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশ। ওইদিন গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় র্যালী ও মানববন্ধন করেছে সাঁওতালরা।
বার্নাবাস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের একাংশের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক রাফায়েল হাজদা, কোষাধ্যক্ষ গণেশ মুরমু, দপ্তর সম্পাদক ভবেন মার্ডি ও সদস্য চরণ মুরমু প্রমুখ। এরআগে মাদারপুর গির্জার সামন থেকে একটি র্যালী বের হয়ে ইক্ষুখামারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, আদিবাসীরা ভূমি অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তিন সাঁওতালকে গুলি করে হত্যা করা হলেও আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডের বিচারসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাপ-দাদার জমি ফেরতের দাবী জানান সাঁওতালরা।

