গোবিন্দগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৮ PM, ০৮ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পিতা-মাতার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার পাড়াকচুয়া গোয়ালবাড়ি গ্রামে রোববার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের ময়েন উদ্দিনের মেয়ে শাহানা (১৪)।

এলাকাবাসী জানায়, শাহানা কয়েকদিন আগে তার পিতার কাছে একটা সোনার চেইন কিনে চায়। কিন্তু তার পিতা তাকে সোনার চেইন না দেওয়ায় সে ক্ষুদ্ধ হয়ে উঠে।

রোববার দুপুরে শাহানা ঘুমাতে যাওয়ায় তার মা তাকে বকা দেয়। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহানা আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

আপনার মতামত লিখুন :