গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুস ছালাম (২২) ও ফুল মিয়া (২৩) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের শারাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুস ছালাম উপজেলার সাপমারা ইউনিয়নের জীবনপুর হঠাৎপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে এবং ফুল মিয়া একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরী করত আবদুস সালাম। ঈদের ছুঁটিতে এসে লকডাউনের কারণে আর কর্মস্থলে যেতে পারেনি। আবদুস সালাম সকালে তার চাচার মোটরসাইকেল নিয়ে বন্ধু ফুল মিয়ার বাড়ীতে যায়। সেখান থেকে দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলযোগে রাজাবিরাট দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শারাই এলাকায় রাস্তারমোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আবদুস ছালাম মারা যান। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুল মিয়াকে মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

