লকডাউন বাস্তবায়নে পলাশবাড়ীতে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫২ AM, ২৩ জুলাই ২০২১

Spread the love
 পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
দেশব্যাপী করোনা সংক্রমন রোধে চলমান লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টিম।
চলমান কঠোর লকডাউনের প্রথম দিন আজ ঈদের ২য় দিন ২৩ জুলাই শুক্রবার থেকে মাঠে প্রান্তরে, হাটে-ঘাটে জনসমাগমপূর্ণ স্থান গুলোতে অভিযান পরিচালনা করছেন। এ সকল অভিযানে টিমের প্রতিটি সদস্য দায়িত্বের সহিত নিরলসভাবে দিনব্যাপী পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযানের সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদিক, টিআই মোশারফ হোসেন ও ট্রাফিক সার্জেন্ট আজিজ। ছাড়াও বিপুল সংখ্যাক সেনা সদস্য, পুলিশ সদস্য, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ও প্রয়োজন ছাড়া ঘর হতে বাহিরে বের না হওয়ার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান।

আপনার মতামত লিখুন :