তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ পাঁচজন নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫১ AM, ২২ জুলাই ২০২১

Spread the love

রংপুর প্রতিনিধি;

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা বিএম কলেজের সামনে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হিমাচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহত পাঁজনের মধ্যে হিমাচল পরিবহনের চালক ও একজন নারী রয়েছে।

ঢাকা থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের চালক দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ঢাকা থেকে নিয়ে আসা ঘরমুখী যাত্রী নামিয়ে দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনার পরপর নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :