গোবিন্দগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অনুদানের ডিও লেটার বিতরণ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি বরাদ্দকৃত অনুদানের ডিও লেটার বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান উপজেলার ১৬ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের ডিও লেটার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র রিমন তালুকদার ও এমপি মহোদয়ের পিএ খায়রুল আলম সহ আরো অনেকে।

