গাইবান্ধায় মাঝখানে বিদ্যুতের খুটি রেখেই চলছে রাস্তা প্রশস্তকরণ কাজ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০১ PM, ১৮ জুলাই ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় সড়ক প্রশস্তকরণ কাজে বিদ্যুতের খুটি রেখে সড়কের কাজ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ।

এ বিষয়ে ঠিকাদারের কোন বক্তব্য না পাওয়া গেলেও গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম জানান, বিদ্যুৎ বিভাগকে বার বার বলা স্বর্তেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে । সড়কের খুটি গুলোর জন্য তো আর কাজ বসে থাকবে না। আর উক্ত সড়ক উন্নয়ন কাজের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সরেজমিনে রয়েছেন কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুণগত মানের বিষয়ে তিনি বলেন কাজ সঠিকভাবেই করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল মুসলধারে বৃষ্টি হওয়ার পর সড়কের বর্ধিত অংশের কাজ শুরুর আগে বিটুমিন দেওয়া হলেও বৃষ্টিতে বিটুমিন গুলোর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের পানি সাথে বালু মাটি গুলো বয়ে বর্ধিত অংশে বয়ে গেছে। এর উপরেই কার্পেটিং কাজ চলমান রয়েছে। আরো দেখা যায় কাজের বর্ধিত অংশে কার্পেটিং এর লেভেল সমান না হওয়ায় বিভিন্ন স্থানে উচু নিচু দেখা যায়। যে গুলোতে একটু বর্ষার পানি স্থায়ী ভাবে থাকলে পরবর্তীতে উঠে যাওয়া আশংঙ্কা রয়েছে।

গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের দোকান ঘর নামকস্থানে মসজিদের সামনে সড়কে খুটি রেখে সড়কের দুপাশে প্রশস্তকরণ কাজ চলছে। এছাড়াও রাইস মিল নামকস্থানে একই ভাবে ৬ টির অধিকস্থানে এরকম খুটি গুলো রেখেই কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক প্রশস্তকরণ অংশে রাখা খুটিগুলো সড়ক দূঘর্টনার ব্যাপক ঝুঁকি থাকা স্বর্তেও দায়সারা কাজ চলমান থাকায় সচেতন মহল নিরুপায়ের মতো চেয়ে রয়েছে উর্দ্ধোতন কর্তৃপক্ষের দিকে। তারা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্থক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :