গোবিন্দগঞ্জে মামার বাড়ীতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামার বাড়ীতে বেড়াতে এসে তানিয়া আক্তার (১৬) নামে নবম শ্রেণীতে পড়–য়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। পৌর শহরের বালিয়ামারী (খলশীচাঁদপুর) চরপাড়া এলাকায় করতোয়া নদীতে ডুবে ওই কিশোরীর মৃত্যু হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই কিশোরী উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, তানিয়া আক্তার তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে গত দুইদিন আগে ওই গ্রামে মামা বুল মিয়ার বাড়ীতে আসে। শুক্রবার দুপুরের পর তানিয়া তার দুই মামাতো বোনের সঙ্গে মামার বাড়ীর অদূরে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তানিয়া আক্তার পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা দীর্ঘ তিন ঘন্টা চেষ্টর পর তানিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গোসল করতে গিয়ে ওই গর্তে পড়েই কিশোরীর মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

