ঘোড়াঘাটে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বুলাকীপুর ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন মন্ডল লিখিত অভিযোগে বলেন, আমাকে ব্যক্তিগত ভাবে সম্মানহানি করতে উপজেলা ছাত্রলীগ নিয়ে চক্রান্তকারী একটি চক্র আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আসছে। সম্প্রতি ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুনু আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে তার কাছে থেকে অর্থ গ্রহণের অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। এটি একটি চক্রান্ত। আমি টুনুকে চিনি না এবং তার সাথে আমার কোনদিন কোন প্রকার কথা বার্তাও হয়নি। আর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান ও সুবিধাভোগীদের কাছে হস্তান্তর সহ সার্বিক কার্যক্রম তদারকি করছে উপজেলা প্রশাসন। সুতরাং এখানে আমি কেন কারো কাছে ঘর দেওয়ার কথা বলে টাকা নিতে যাব!
তিনি আরো বলেন, মোজাম্মেল হক মন্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন আমি আমার দলবল সহ তার জমি থেকে ২ লাখ টাকা মূল্যের দুটি ইউক্যালিপটাস গাছ কর্তন করেছি। দুটির গাছের দাম ২ লক্ষ! এটি নজিরবিহীন। প্রকৃত অর্থে আমি কারো কোন গাছ কর্তন করিনি। বলগাড়ী বাজারের হাট এজারাদার আমি। সেখানকার মাছের হাটটির সরকারী জায়গা অবৈধভাবে নিজের বলে দাবি করে মোজাম্মেল হক দুটি গাছ কাটে। এ ব্যাপারে ইউএনও’র কাছে অভিযোগ দিলে ইউএনও গাছ দুটি জব্দ করে হাট ইজারাদার হিসেবে আমার জিম্মায় দিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহমান আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ রিমন, সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম রনি সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

