বিধিনিষেধ না মানায় পশুরহাট ভেঙে দিয়েছে প্রশাসন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পশুর হাট বসেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ হাট। মঙ্গলবার বেলা ৪টার দিকে বিধিনিষেধ না মানায় পশুরহাট ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসনের।
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন দিয়েছে সরকার। সরকারের দেওয়া লকডাউনের বিধিনিষেধ অমান্য করে উপজেলার মহিমাগঞ্জে পশুর হাট বসে। হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার জনসমাগম ঘটে। এসময় ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের নেতৃত্বে পশুর হাট ভেঙে দেওয়া হয়।
অপরদিকে, ওইদিন উপজেলার নাকাই হাটে পশুর হাট বসে। হাটে স্বাস্থ্যবিধি না মানায় বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের নেতৃত্বে পশুর হাটটি ভেঙে দেওয়া হয়।

