এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন নায়িকা পরিমনি
ডিবিসি প্রতিবেদক;
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রতি বছরই তিনি ঈদ আনন্দ ভাগ করে নেন অসহায় মানুষের সঙ্গে। সিনেমার সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন ঈদুল আযহায়।’
এবারও তার ব্যত্যয় ঘটছে না। আসছে ঈদে এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন নায়িকা পরিমনি।
বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।
গত পাঁচ বছর ধরেই এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরীমনি। এবার ছয় বছর উপলক্ষে ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

