ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন সরকারের বাড়িতে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীসহ আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
সোমবার (১২ জুলাই) রাত ৮টার দিকে জেলার অজ্ঞাতনামা ছাত্রলীগের নেতাকর্মীরাসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে গাইবান্ধা শহরের পূর্ব পাড়ায় অবস্থিত ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি মো. কাঞ্চন সরকার (৩০) এর বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। কাঞ্চনের বাবা মৃত আজিজুল ব্যাপারী। গাইবান্ধার ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, গত ১১ জুলাই রোববার রাত সাড়ে ৯ টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি শহরের পূর্বপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত দুই মাস পূর্বে গাইবান্ধা সদর থানার অন্তর্গত পূর্বপাড়া মহল্লার কাঞ্চন সরকার (৩০) নামের একজন ব্যক্তির সাথে মোটরসাইকেল রেসিং খেলাকে কেন্দ্র করে রকির সাথে বাকবিতণ্ডা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে বেশ কিছু দিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের পর থেকেই কাঞ্চন সরকার পলাতক ছিল বলে জানা যায়।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ জানান, অগ্নিকান্ডের ঘটনাটি ঘটলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

