সাঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৪ PM, ০৮ জুলাই ২০২১

Spread the love

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে বৃহস্পতিবার ( ৮ জুলাই) লকডাউনের ৮ম দিনে ভ্রাম্যমাণ আদালতে সৈকত টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকান সহ ১২জন ব্যবসায়ীর দোকানে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ওই দিন ৪ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত ঘোষণা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষকে ঘরমুখি করার জন্য মাইকিং এ ঘোষণা দেওয়া হচ্ছে। কেউ যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :