হরিজন সম্প্রদায় ও কর্মহীন সিএনজি চালকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৩ PM, ০৬ জুলাই ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন সফল করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিজন সম্প্রদায়ের ১শ’ পরিবার ও কর্মহীন হয়ে পড়া ৬০জন সিএনজি চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া রাখালবুরুজ ইউপি মেম্বার রুহুল আমিন প্রধান নুনু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার ও শফিউল আলম হিরু, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইদ হাসান চৌধুরী নিলয়, জেলা সিএনজি-অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম চৌধুরী, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকার লিংকন, পৌর ছাত্রলীগ নেতা অয়ন সুলতান ও উৎস সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার ৩শ’ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এবং প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, আধা কেজি পিঁয়াজ, আধা কেজি সোয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :