গোবিন্দগঞ্জে সেফটিক ট্যাংকের পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ AM, ০৪ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে সেফটিক ট্যাংকের পানিতে ডুবে সদু মিয়া (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদু মিয়া একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াজ্জামানের বসত বাড়ির সেফটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছিল। কিছুদিন আগে সেফটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। গত কয়েকদিনের টানা বর্ষণে ওই ট্যাংকটি পানিতে ভরে যায়। ঢালাই কাজের সাটারিংয়ের বাঁশ-কাঠ খোলার জন্য কাজ শুরু করেন সদু মিয়া সহ আরও একজন শ্রমিক। এসময় সেফটিক ট্যাংকের ভিতরে পানিতে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে সদু মিয়া পানিতে ডুবে যায়।

অপরজন উপরে উঠে এসে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের কাজের জন্য রাজমিস্ত্রি সদু ট্যাংকের ভিতরে নামে। কিন্তু ট্যাংকের বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :