গাইবান্ধায় রাতে চারলেন সড়কের কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৪ PM, ২২ জুন ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা জেলা শহরে রাতের আধারে চারলেন সড়ক নির্মাণ কাজ চলছে। এ সুযোগে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এদিকে সড়কের দুই পাশের স্থাপনা সরিয়ে নেওয়া হলেও কাজ চলছে ধীরগতিতে। কাজ উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪০ ভাগ।

গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা শহরের পুর্বদিকে বড় মসজিদ থেকে পশ্চিমে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত আড়াই কিলোমিটার চারলেন সড়ক নির্মাণের কর্মসুচি হাতে নেওয়া হয়। ২০১৮ সালের ৮ নভেম্বর চারলেন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। চারলেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ১১৭ কোটি টাকা। এরমধ্যে সড়ক নির্মাণে ৬ কোটি ও জমি অধিগ্রহনের জন্য ১১১ কোটি টাকা।

সুত্রটি জানায়, ঢাকাস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এই কাজের দায়িত্ব পায়। গত বছরের ৩০ জুনের মধ্যে চারলেন সড়ক নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সওজের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। পরে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ করার সময় বাড়ানো হয়।

সুত্রটি আরও জানায়, ইতোমধ্যে পুলিশ সুপার কার্যালয় থেকে কেন্দ্রীয় বাসটার্মিনাল পর্যন্ত প্রায় আধা কিলোমিটার চারলেন সড়কের কাজ সম্পন্ন হয়েছে। বাসটার্মিনাল থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল। সম্প্রতি মামলার জটিলতা কেটে যাওয়ায় এই অংশের কাজ শুরু হয়েছে। ১ নম্বর রেলগেট থেকে বড় মসজিদ পর্যন্ত সড়কের জমি অধিগ্রহন করা হয়েছে

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের ১ নম্বর রেলগেট থেকে বড় মসজিদ পর্যন্ত সড়কের দুইপাশে সওজের সীমানায় কোনো স্থাপনা নেই। কেবল সরকারি মহিলা কলেজ ভবন রয়েছে, সেটি ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে।

গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকার ব্যবসায়ী রাশেদ আহম্মেদ বলেন, ১০-১২ দিন আগে সড়কের দক্ষিণ পাশে নর্দমার জন্য গর্ত করা হয়েছে। পাশেই মাটি ভরাট করে রাখা হয়েছে। এ কারণে এখানে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের বেচাকেনায় বিঘ্ন ঘটছে।

গাইবান্ধা নাগরিক পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, চারলেন সড়ক নির্মাণ গাইবান্ধাবাসীর স্বপ্ন ছিল। দুইবছর আগে কাজের উদ্বোধন দেখে মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু দুইবছরে কাজের কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে। যেভাবে ধীরগতিতে কাজ চলছে, তাতে কবে কাজ শেষ হবে তা কেউ আঁচ করতে পারছেন না।

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এর স্বত্বাধিকারী মহিউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে চারলেন কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, কাজের কোন অনিয়ম করা হচ্ছে না , শ্রমিক সংকটের কারনণ রাতে কাজ করতে হচ্ছে। এখন বর্ষার কারণে কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার বলেন, কাজ শেষ করার সময় বেধে দেওয়া হলেও প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত রয়েছে। দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :