গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে বিশিষ্টজন ও সর্বস্তরের জনতার সমন্বয়ে মত বিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৩ PM, ২১ জুন ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে বিশিষ্টজন ও সর্বস্তরের জনতার সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুন) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা, কমিউনিষ্ট পার্টি উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অশোক কুমার আগরওয়ালা, কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, জেএসডি সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আলী আজগর আরজ, বাসদ সমন্বয়ক রফিকুল ইসলাম রফিক ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদার এ উপজেলা। গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে গ্যাস সংযোগ প্রদানের কাজ চলছে। অথচ বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, এ জেলায় গ্যাস সংযোগ দেওয়া হবে না।

তারা বলেন, এ গ্যাস সংযোগ পাওয়ার অধিকার আমাদেরও আছে। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোর চেয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা সহ নানা দিক থেকে অনেক এগিয়ে আছে। তাছাড়া এ জেলা ও উপজেলাটি মহাসড়কের ছোয়া লাগায় বিভিন্ন শিল্প, কলকারখানা গড়ে উঠছে।

বক্তারা আরও বলেন, আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প, কলকারখানা প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কমবে দারিদ্রতা।

আপনার মতামত লিখুন :