গাইবান্ধায় গ্যাসের দাবীতে মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ AM, ১৪ জুন ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাসের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গোবিন্দগঞ্জ গ্যাস বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আবু জাফর লেলিন, প্রভাষক আবুল কালাম, দর্জি শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, শিক্ষক আল মামুন ও শাহ আলম প্রধান প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের বুক চিড়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুরে গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী, আমরা গ্যাস সংযোগ চাই। এখানে গ্যাস সংযোগ দেওয়া হলে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক বিষয়ে অনেক উন্নতি লাভ করবে। মানববন্ধন শেষে গ্যাসের দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :