গোবিন্দগঞ্জে আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল ও প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজ আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

