গোবিন্দগঞ্জে হিজড়াদের দুপক্ষের মারামারিতে আহত ৫
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সদস্যদের দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫জন আহত হয়েছেন। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৮ জুন) পৌরশহরের মহিমাগঞ্জস্থ নুরজাহান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।দুপুর দেড়টার দিকে হঠাৎ ১৫/২০ জনের হিজড়া উক্তস্থানে এসে দুই ভাগে বিভক্ত হয়। এরপর তারা একে অপরকে মারপিট করে। এতে রুবি, লাইজু সহ কয়েকজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানায়, হিজড়াদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। পাশাপাশি বাহির এলাকা থেকে একজন পুরুষ কৌশলে হিজড়াদের দলে ঢুকে পড়ে। পরে একদল তাকে বের করে দিলে রবিউল গ্রুপ তাকে নিয়ে বিভিন্ন স্থানে চাঁদা আদায় করত। এতে স্থানীয় আম্মাজান হিসেবে পরিচিত রানা হিজড়ার কাছে বিচার দেয়। ঘটনার দিন রানা উপস্থিত হওয়ার আগেই তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। মারপিটের একপর্যায়ে রবিউল গ্রুপ থেকে মায়াসহ অন্যরা ব্লেড বের করে রুবি ও লাইজুকে আহত করে।
আম্মাজান খ্যাত রানা বলেন, তার গ্রুপের রুবির হাতে ১২টি সেলাই এবং লাইজুর হাতে ৫টি সেলাই করা হয়েছে।

