পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৯ PM, ১৪ অক্টোবর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ সুমন ও ছাত্রলীগ নেতা মাছুম সরকারের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী একটি আনন্দ র‌্যালী বের করে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন, ছাত্রলীগ নেতা মাসুম সরকার, রাফিউজ্জামান শাকিল, নজরুল, তমাল, মুরাদ, ওসমান শহীদ, শহিদ সরকার, তারেক, আসলাম প্রামানিক টুটুল, বাপ্পি, জিম, সোহান, ফরিদুল ও ইয়াছির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :