আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
মুজিব বর্ষ উপলক্ষে “প্রধানমন্ত্রীর উপহার” ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুবিধাভোগী পরিবার।
বুধবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপী উপজেলার দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামে গৃহহীন ও ভূমিহীন পরিবারের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় নেতা ও উপজেলা শাখার আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, দরবস্ত ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির সভাপতি লূৎফর রহমান, তালুককানুপুর ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক রিপন মিয়া, স্থানীয় ভূমিহীন নেতা জুয়েল মিয়া, বজলুর রশিদ ও আব্দুর রহিম প্রমূখ।
বক্তারা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে গোবিন্দগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩৫০টি ঘর নির্মাণের জন্য ৬ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ঘরের ভিত্তি খননের সময় প্রতিটি পরিবারের কাছ থেকে ৮ শ’ করে টাকা নেওয়া হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে ঘরের মেঝেেত মাটি ভরাট সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের প্রতি জোর দাবী জানান।

